চলতি আইপিএলের একাদশ আসরে এক অভূতপূর্ব বোলিং ম্যাজিক দেখালেন জসপ্রিত বুমরাহ। গত বুধবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে লোকেশ রাহুলের ব্যাটে ঝড় তোলা দেখে তাকে থামানোর বিশেষ পরিকল্পনা করেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী বল করেই রাহুলকে প্যাভিলিয়নে পাঠিয়ে মুম্বাইকে জয়ের মুখ দেখান। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।
দলকে জিতিয়ে বুধবার রাতে পেসার বুমরাহ বলেন, ‘একটা স্পষ্ট পরিকল্পনা থাকা খুব দরকার। বোলিং করার সময় যেমন পরিস্থিতিতে পড়ি, সেই অনুযায়ী পরিকল্পনা করে নিই। আমার দিনটা আজ ভাল ছিল। তাই পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি।’
কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল ৬০ বলে ৯৪ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার পরেও আউট হয়ে যান। ১৮৬ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৩ রানে হারে প্রীতি জিনতার দল। দলের ১৬৭ রানের মাথায় বুমরাহর বলে লং অফে বেন কাটিং-এর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল।
তাকে আউট করা নিয়ে বুমরাহ বলেন, ‘রাহুল যে দুর্দান্ত ফর্মে রয়েছে, তা সবারই জানা। বোলারদের বৈঠকে আমরা সব ক্রিকেটারকে নিয়েই আলোচনা করি। আমাদের পরে বোলিং করতে হবে জেনে আমি শেন বন্ড (বোলিং কোচ) ও লাসিথ মালিঙ্গার (মেন্টর) সঙ্গে কথা বলি। তারা বলেন, শিশির পড়বে, এই কথা মাথায় রেখে বোলিং করবে।’
নিজের বোলিং পরিকল্পনা নিয়ে গুজরাটি পেসার বলেন, ‘কে ভয় পাচ্ছে, কে পাচ্ছে না, সে সব না ভেবে নিজেকে কী করতে হবে সেটাতেই মনযোগ দেই। দিন ভালো থাকলে পরিকল্পনা কাজে আসে, আর দিনটা আমার না হলে পরিকল্পনা সফল হয় না।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন