শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী

বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী

Avatar

শুক্রবার, মে ১৮, ২০১৮

প্রিন্ট করুন

অবশেষে দেরাদুন-ই হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চারটি নয়। সিদ্ধান্ত হয়েছে সিরিজ হবে তিন ম্যাচের। চূড়ান্ত হয়েছে সূচীও। মিশনে যাবার আগে সাকিবের দলকে আফগান দল নিয়ে সতর্ক করেছেন বোর্ড সভাপতি। আর এই সিরিজে মূল দল পাঠানোর কথাই জানান তিনি।

অনেক দোটানার পর চূড়ান্ত হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সূচি। ৫,৭ ও ৯ জুনে হবে তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। (আফগানিস্তান সময় ৭ টা ও ভারতীয় সময় রাত ৮ টায়)

র‌্যাংকিংয়ে বাংলাদেশের থেকে ওপরের দল আফগানরা। এই ফরম্যাটে বড় দলগুলোকে আটকে দেয়ার ক্ষমতা আছে রশিদ খান, মুজিবদের। তাই আসন্ন মিশনের আগে বাংলাদেশকে সতর্ক বার্তার বিসিবি সভাপতির।এদের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে খেলে জেতাটাই আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ। মনে রাখতে হবে যে, বিশ্বের সেরা টি-২০ বোলারই ওদের কাছে আছে। আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ হিসেবে নিয়েই খেলতে যেতে হবে। তারা যে ভালো টিম এটাতে কোন সন্দেহ নাই। কাজেই ছোট করে দেখার কোন প্রশ্নই উঠে না।এক নজরে দেখুন সময়সূচী…সব কিছু ঠিক থাকলে, কন্ডিশনের ব্যাপারটি মাথায় রেখে ৩১ মে ভারতের দেরাদুনে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন