শিরোনাম

প্রচ্ছদ /   পয়েন্ট টেবিল উলট-পালট করে দিয়েছে ব্যাঙ্গালোর

পয়েন্ট টেবিল উলট-পালট করে দিয়েছে ব্যাঙ্গালোর

Avatar

শুক্রবার, মে ১৮, ২০১৮

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল গতকাল সন্ধ্যায় সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে ফেলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সাকিব আল হাসানদের হায়দরাবাদের বিপক্ষে পাওয়া ১৪ রানের জয়ে আইপিএলের চলতি আসরের প্লে অফে খেলার স্বপ্ন টিকে রইল কোহলিদের।

আইপিএলে হ্যাটট্রিক জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে বিরাট কোহলির দল। অন্যদিকে গতকাল ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। এখন পর্যন্ত আইপিএলের প্লেঅফ নিশ্চিত করেছে সানরাইজ হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস।বৃহস্পতিবার আইপিএলের ৫১তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে এবি ডি ভিলিয়ার্স এবং মঈন আলীর ঝড়ো ইনিংসে ভর করে ২১৮ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। ব্যাঙ্গালুরুর হয়ে ৬৯ ও ৬৫ রান করে করেন ভিলিয়ার্স এবং মঈন আলী।

টার্গেট তাড়া করতে নেমে কেন উইলিয়ামসন এবং মনস পান্ডিয়া ব্যাটিংয়ে ঝড় তুলেও দলের পরাজয় এড়াতে পারেননি। হায়দরাবাদের হয়ে ৪২ বলে সাত চার ও পাঁচ ছক্কায় ৮১ রান করেন অধিনায়ক উইলিয়ামসন।ইনিংসের শেষ পর্যন্ত খেলে যাওয়া পান্ডিয়া ৩৮ বলে সাত চার ও দুই ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।

বৃহস্পতিবারের খেলাটি ছিল কোহলিদের জন্য বাঁচা-মরার ম্যাচ। এদিন হেরে গেলে চলতি আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে যেতে হত।কঠিন সমীকরণের এই ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতে আইপিএলর প্লে অফের লড়াইয়ে টিকে রইল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।টসে হেরে ব্যাটিংয়ে নেমে, ৩৮ রানে দুই ওপেনার পার্থিব প্যাটেল এবং বিরাট কোহলির উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ব্যঙ্গালুরু। দলের এমন কঠিন পরিস্থিতে হাল ধরেন এবিডি ভিলিয়ার্স ও মঈন আলী।

তৃতীয় উইকেটে তারা ৫৭ বলে ১০৭ রানের জুটি গড়ে দলকে রানের পাহাড় গড়ার পথে নিয়ে যান। তাদের এই পার্টনারশিপ ভেঙে দেন রশিদ খান।হায়দরাবাদের এই লেগ স্পিনারকে ছক্ক হাঁকাতে গিয়ে বাউন্ডারিরোতে শেখর ধাওয়ানের অসাধারণ ক্যাচে পরিনত হন এবিডি। তার আগে ৩৯ বলে ১২ চার ও এক ছক্কায় ৬৯ রান করে যান দক্ষিণ আফ্রিকান এ ব্যাটিং দানব।নিজের ইনিংসে ভিলিয়ার্স একমাত্র যে ছক্কাটি হাঁকান, সেটির দূরত্ব ছিল ১০৫ মিটার। এর আগে আইপিএলে সবচেয়ে বড় ছক্কা (১১১ মিটার) হাঁকানোর রেকর্ডও তার।এদিন বাসিল থাম্পির করা বলটিকে এম চেন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে নিয়ে ফেলেন ব্যাঙ্গালুরুর টপঅর্ডার ব্যাটসম্যান ভিলিয়ার্স।তার বিদায়ের খানিক ব্যবধানে সেই রশিদ খানের গুগলিতে বিপদে পড়েন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে দুই চার ও ছয় ছক্কায় ৬৫ রান করেন মঈন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন