চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল ১৭ই মে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সেই ম্যাচে লজ্জার এক রেকর্ড গড়েছেন হায়দ্রাবাদের বোলার বাসিল থাম্পি। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে ব্যয়বহুল বোলিং করার রেকর্ডে নাম লেখান তিনি।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে ৭০ রান দিয়েছেন তিনি। যা কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলিং। এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন ইশান্ত শর্মা। ২০১৩ সালে হায়দ্রাবাদের হয়ে চেন্নাইয়ের বিপক্ষে চার ওভার বল করে ৬৬ রান দিয়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডে নাম লেখালেন থাম্পি।
চার ওভার বল করে ৭০ রান দেয়া থাম্পি ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন। নিজের প্রথম ওভারেই ১৯ রান দেন তিনি। এরপর ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে ১৮ রান দেন তিনি। এরপর ১৬তম ওভারের ১৪ ও ১৯তম ওভারে এসে ১৯ রান দিয়ে এ রেকর্ডে নাম লেখান তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন