বাঁচামরার ম্যাচে আইপিএলের এবারের আসরের শীর্ষ দল সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হয়েছিল কোহলির ব্যাঙ্গালুরু। গুরুত্বপূর্ণ ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখলেন কোহলিরা। নিজেদের ১৩তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে প্লেঅফ খেলার আশা বাঁচিয়ে রাখল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব এদিন উইকেটহীন। কোহলিরা এখন পঞ্চম স্থানে। তাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচটি জিতলে রানরেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের। আগেই প্লেঅফ নিশ্চিত হওয়া সাকিবরা এখনো শীর্ষে। তবে এই ম্যাচ হারায় নাম্বার ওয়ান দল হিসেবে পরের রাউন্ডে যাওয়া ঝুঁকির মুখে পড়ে গেল তাদের।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ব্যাঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ২১৮ রান। সাকিব আল হাসান ৪ ওভারে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। রশিদ খান ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই সূচনা করে হায়দরাবাদ। অবশেষে ৩ উইকেট হারিয়ে ২০৪ রানে থামে হায়দরাবাদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন