শিরোনাম

প্রচ্ছদ /   ৪ উইকেট হারিয়ে ১৫ ওভার শেষে ব্যাঙ্গালুরুর সর্বশেষ সংক্ষিপ্ত স্কোর দেখুন

৪ উইকেট হারিয়ে ১৫ ওভার শেষে ব্যাঙ্গালুরুর সর্বশেষ সংক্ষিপ্ত স্কোর দেখুন

Avatar

বৃহস্পতিবার, মে ১৭, ২০১৮

প্রিন্ট করুন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ১৭ই মে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করতেছে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন। আজকের ম্যাচটি কোহলির ব্যাঙ্গালুরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচটি হারলেই প্লে-অফ থেকে ছিটকে যাবে কোহলির ব্যাঙ্গালুরু।

ব্যাঙ্গালুরু =১৪৯/৪ , ওভার =১৫ । প্যাটেল= , বিরাট কোহলি=১২(আউট) , এবি ডি ভিলিয়ার্স= ৬৯(আউট) , মঈন আলী=৬৫(আউট) , গ্র্যান্ডহোম= , মানদীপ সিং= ।

প্লে-অফে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি জিততে হবে তাদের। তাদের সামনে রয়েছে আরো দুইটি ম্যাচ। দুই ম্যাচ জিতার পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে হায়দ্রাবাদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, মঈন আলী, এবি ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, সরফরাজ খান, কলিন দ্য গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, ইউজভেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দ্রাবাদ : শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, শ্রীভিত্ত গোস্বামী, রশিদ খান, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা, বাসিল থাম্পি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন