ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দলগুলির মধ্যে ফ্যান ফলোয়িংয়ের দিক দিয়ে প্রথম সারির দলগুলোর মধ্যে কলকাতা অন্যতম একটি দল। এবার জেনে নিন কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে কিছু অজানা তথ্য-
১। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের হেলমেটের সোনালী রঙকে যুদ্ধজয়ের প্রতীক হিসাবে ধরা হয়েছে।২। কলকাতার মালিক তিন জন- শাহরুখ খান, জেয় মেহতা এবং জুহি চাওলা।৩। কলকাতা নাইট রাইডার্সের থিম সং ‘করব লড়ব জিতব রে’ সুরকার বিশাল এবং শেখর।৪। অন্যদিকে নাটদের জার্সিটি ফ্যাশান ডিজাইনার মণীশ মলহোত্রের ডিজাইন করা।৫। ২০১৪ সালের আইপিএলে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে কলকাতা। সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল।৬। কলকাতা নাইট রাইডার্স হল আইপিএলের তৃতীয় ভ্যালুয়েবল ফ্র্যাঞ্চাইজি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন