চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ১৭ই মে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন। আজকের ম্যাচটি কোহলির ব্যাঙ্গালুরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কারণ আজকের ম্যাচটি হারলেই প্লে-অফ থেকে ছিটকে যাবে কোহলির ব্যাঙ্গালুরু। প্লে-অফে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি জিততে হবে তাদের। তাদের সামনে রয়েছে আরো দুইটি ম্যাচ। দুই ম্যাচ জিতার পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।কিন্তু মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ব্যাঙ্গালুরু।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দেশে ফিরে যাচ্ছেন দলটির ইংলিশ পেসার ক্রিস ওকস। যা কিনা আবার নতুন করে ভাবাচ্ছে কোহলিকে।চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ। ওকসের দল ছাড়ার ব্যাপারটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘোষণা করেছে। একই সঙ্গে আসন্ন সিরিজের জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে রেখেছে আরসিবি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন