চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ১৭ই মে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস, সিলেক্ট ওয়ান ও বাংলাদেশি চ্যানেল নাইন।
চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন হায়দ্রাবাদের বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। আজকের ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব। ব্যাঙ্গালুরুর বিপক্ষে আজকের ম্যাচে একটি উইকেট পেলেই আইপিএলে নিজের রেকর্ড ভেঙ্গে আরেকটি রেকর্ড গড়তে পারবেন সাকিব। এখন পর্যন্ত চলতি আইপিএলে ১২ ম্যাচ খেলে ১২টি উইকেটের দেখা পেয়েছেন সাকিব।
২০১২ সালেও ১২টি উইকেট পেয়েছিলেন সাকিব। আজকের ম্যাচে আরেকটি উইকেটের দেখা পেলেই ২০১২ সালে করা নিজের সেই রেকর্ডটি ভাঙ্গতে পারবেন সাকিব। ২০১২ সালে কলকাতার হয়ে ১২টি উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব। তবে এবার হায়দ্রাবাদের হয়ে ১৩টি উইকেট শিকার করার সুযোগ রয়েছে সাকিবের। ব্যাঙ্গালুরুর বিপক্ষে আজকের ম্যাচে সাকিব এই রেকর্ডটি করতে পারবেন বলেই আশা করা যাচ্ছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন