শিরোনাম

প্রচ্ছদ /   এতটা ঝক্কি নিতে চাইলেন না সাকিব

এতটা ঝক্কি নিতে চাইলেন না সাকিব

Avatar

বৃহস্পতিবার, মে ১৭, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলে টানা খেলার ধকল। আছে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি। দল ফাইনালে উঠলে আইপিএলে থাকবে হবে ২৭ মে পর্যন্ত। এর চারদিনের মধ্যে লন্ডনে গিয়ে বিশ্ব একাদশের ম্যাচ খেলে আবার ভারতে গিয়ে আফগানিস্তান সিরিজ। এত ঝক্কি নিতে চাননি সাকিব আল হাসান। তাই বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি।৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। আন্তর্জাতিক মর্যাদা পাওয়া ওই ম্যাচের দলে নেওয়া হয়েছিল সাকিব। শুরুতে সায় দিয়েছিলেন সাকিবও। তবে সব মিলিয়ে তার মনে হয়েছে এই সময়টা দরকার একটু বিশ্রাম।

বুধবার দ্য ডেইলি স্টারকে সাকিব বলেন, ‘আইপিএলের আগে পরে এত খেলা যে সিদ্ধান্ত নিলাম একটু বিশ্রাম নিব। তাই বিশ্ব একাদশের ম্যাচটা খেলছি না।’সাকিব না খেললেও ওই ম্যাচে ডাক পাওয়া আরেক বাংলাদেশি তামিম ইকবাল খেলবেন। সাকিবের বদলে বিশ্ব একাদশে ডাক পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে। ১৭ বছর বয়সী লেগ স্পিনার লামিছানে এবার প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে খেলছেন আইপিএলে।

বিশ্ব একাদশের ম্যাচ বাদ দিলেও টানা খেলার মধ্যে থাকতে হবে সাকিবকে। বাংলাদেশের দুই সংস্করণের অধিনায়ক দলকে নেতৃত্ব দেবেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ভারতের দেরাদুনে ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি। জুনের শেষ দিকে আবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। ৪ জুলাই থেকে শুরু হওয়া অ্যান্টিগা টেস্ট দিয়েই সাদা পোশাকে নেতৃত্বে ফিরছেন তিনি .

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন