মোস্তাফিজের মতো মিরাজের কাঁধের ব্যথাটিও গুরুতর ছিল। বিসিবি মেডিক্যাল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল ফিজিও থেরাপিতে ব্যথা না সারলে তার কাধে অস্ত্রোপচার করতে হবে। ফলে আসন্ন আফগানিস্তান সিরিজে তার অংশগ্রহন কিছুটা অনিশ্চিয়তার মুখে পড়েছিল। কিন্তু না। সেই অনিশ্চয়তার মেঘ তার কেটে গেছে। বিসিবির ফিজিও বায়েজিদের অধীনে প্রায় মাস খানেক থেরাপি নেয়ার পর এখন অনেকটাই ফিট এই টাইগার স্পিনিং অলরাউন্ডার। ফলে তাকে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে না।
এদিন মিরাজ, মাশরাফিদের অনুশীলন ছিল বিকেলে। অনুশীলন চলাকালীন মিরপুর হোম অব ক্রিকেট পরিদর্শনে এলেন বাংলাদেশকে স্বপ্নের আইসিসি বিশ্বকাপে নিয়ে যাওয়া কোচ গর্ডন গ্রিনিজ। একাডেমির মাঠে এসে টাইগারদের উষ্ণ অভ্যর্থনা গ্রহনের পর তাদের সাথে কিছু সময় মত বিনিময় করেন। বাতলে দেন ভবিষ্যতের করণীয়।
১৯৯৭ সালে যে কারিগরের নির্দেশনায় বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়েছিল তার সাথে কথা বলতে পেরে দারুণ আল্পুত মিরাজ।‘আসলেই ভালো লাগছে। অবশ্যই বলব যে তিনি একজন কিংবদন্তি এবং বাংলাদেশ টিমের কোচ ছিলেন। তার অভিজ্ঞতা রয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। সবাই অনেক কথা বলেছেন তার সঙ্গে।’-যোগ করেন মিরাজ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন