আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ভারতের দেরাদুনে আগামী মাসেই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা বলছে র্যাংকিং। কিন্তু আসন্ন সিরিজে ফেবারিট তকমা গায়ে চড়িয়ে নামবে বাংলাদেশই টাইগার দলের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বিশ্বাস।
৫, ৭ এবং ৯ জুন দেরাদুনে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হবে। দল ঘোষণা হয়নি এখন পর্যন্ত এই সিরিজের জন্য। নিশ্চিত নয় কাঁধের চোটের কারণে মিরাজ ওই সিরিজে খেলতে পারবেন কিনা। কিন্তু তিনি ভীষণ আশাবাদী, সিরিজ শুরুর আগেই ফিট হয়ে উঠতে পারবেন।এই অলরাউন্ডার আফগানিস্তান সিরিজে দলে থাকার সম্ভাবনা নিয়ে বলছিলেন, ‘ইনজুরি নিয়ে যে বিষয়ে ভয় পাচ্ছিলাম, তা আর নেই। সার্জারি লাগবে কিনা, ভয় পাচ্ছিলাম। আশা করি, লাগবে না। চেষ্টা করছি শতভাগ ফিট হতে। চেষ্টা করছি। আশা করি ঠিক সময়েই সুস্থ হয়ে যাবো।‘
মুশফিকুর রহিম দিন কয়েক আগে বলছিলেন, বাংলাদেশের বিপক্ষে ফেবারিট থাকবে আফগানিস্তান। কারণ তাদের দলে আছে টি-টোয়েন্টির সেরা দুই স্পিনার-রশিদ খান আর মুজিব উর রহমান। তবে মিরাজ ভাবছেন অন্যরকম। তার মতে, অভিজ্ঞতাই এগিয়ে রাখবে টাইগারদের।তবে মিরাজ বলেন, ‘আফগানিস্তানের দুইজন স্পিনার খুব ভালো। তবে আমাদের সাকিব ভাইয়ের মতো অভিজ্ঞ স্পিনার আছে। রিয়াদ ভাইও প্রয়োজনমতো বল করতে পারেন। সব মিলিয়ে আমাদের স্পিনারদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, এটাই আমাদের এগিয়ে রাখবে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন