অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার সিডনিভিত্তিক ক্লাব র্যান্ডউইক পিটারশ্যাম এ যোগ দিচ্ছেন। ব্যানক্রফট যোগ দিচ্ছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্লাব উইলেটনে।এ বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বল ট্যাম্পারিং দায়ে একবছরের জন্য নিষিদ্ধ কারা হয় তাদের। আর এর শাস্তি স্বরূপ কোন ধরনের জাতীয় ও ঘরোয়া ক্রিকেট খেলা অবসরে ছিলেন। তবে অজি ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের জন্য এই শাস্তি নয় মাসের। তবে এই খেলোয়ারা যেন শাস্তি চলাকালীন সময়ে ক্রিকেটের সাথে যুক্ত থাকরে পাবে তার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর তাই তিনজনকে অস্ট্রেলিয়ার ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলতে অনুমতি দেয়া হয়েছে। সাথে তাদের সামাজিক কাজ হিসেবে ১০০ ঘন্টা কমিউনিটি ক্রিকেটে সময় দেয়ার বাধ্যবাধকতাও রয়েছে। ওয়ার্নার ইতোমধ্যে তা শুরু করেছেন।
ক্লাব ক্রিকেট খেলা নিয়ে ওয়ার্নার ও স্মিথের রাজ্য নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোন সমস্যা ছিল না। তবে ব্যানক্রফটের রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে খেলতে দেয়া সংক্রান্ত আইন নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে ছিল। শেষ পর্যন্ত তাকে খেলতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।এদিকে ওয়ার্নারকে দলে পেয়ে ভীষণ খুশি র্যান্ডউইক পিটারশ্যামের সভাপতি মাইক হুইটনি। তিনি দারুণ প্রশংসা করেছেন এই ৩১ বছর বয়সী ওপেনারের, ‘তাকে পেয়ে আমরা আনন্দিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়দের মধ্যে তিনি একজন।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন