শিরোনাম

প্রচ্ছদ /   দোয়া-প্রার্থনার উপর নির্ভর করছে আইপিএলের পাঁচ দলের ভাগ্য

দোয়া-প্রার্থনার উপর নির্ভর করছে আইপিএলের পাঁচ দলের ভাগ্য

Avatar

বৃহস্পতিবার, মে ১৭, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএলের একাদশতম আসর থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায়ের পথে প্রীতি জিনতার কিংস ইলিভেন পাঞ্জাব। গতরাতে মহাগুরুত্বপূর্ন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৩ রানে হারে তারা। আর এই হারেই বিদায়ের রাস্তা আরো নিকটে আসে তাদের। তবে বিদায়ের পর নিকটে আসলেও এখনো একটি সুযোগ আছে তাদের। তবে সেজন্য মিলাতে হবে কিছু হিসাব নিকাশ।

তবে শুধু পাঞ্জাব নয়, মুম্বাই, কলকাতা, রাজস্থান, আরসিবি, ব্যাঙ্গালুরু সবার আইপিএলই এখন দোয়া-প্রার্থনার উপর নির্ভর করছে। তাই খেলার সাথে সাথে এখন প্রার্থনায় মগ্ন থাকতে হবে তাদের।হিসাব নিকাশ মিলানোর আগে চলুন দেখি পয়েন্ট তালিকার অবস্থান।

১. সানরাইজার্স- ১২ ম্যাচে- ১৮ পয়েন্ট (নিশ্চিত)
২. চেন্নাই সুপার কিংস- ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (নিশ্চিত)।
৩. কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচ- ১৪ পয়েন্ট।
৪. মুম্বাই ইন্ডিয়ান্স ১৩ ম্যাচ-১২ পয়েন্ট।
৫. রাজস্থান রয়্যালস ১৩ ম্যাচ-১২ পয়েন্ট।
৬.কিংস ইলিভেন পাঞ্জাব- ১৩ ম্যাচ- ১২ পয়েন্ট।
৭. আরসিবি- ১২ ম্যাচ- ১০ পয়েন্ট।
৮. দিল্লি ডেয়ারডেভিলস ১২ ম্যাচ- ৬ পয়েন্ট।

এবার দেখে নিন বাকি আছে কোন ম্যাচ গুলো:১. সানরাইজার্স বনাম আরসিবি২. দিল্লি বনাম চেন্নাই৩. রাজস্থান বনাম আরসিবি৪. সানরাইজার্স বনাম কলকাতা৫. দিল্লি বনাম মুম্বাই

৬. চেন্নাই বনাম পাঞ্জাবআমরা দেখছি তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াই করছে রাজস্থান, কলকাতা, মুম্বাই, পাঞ্জাব, আরসিবি। এরমধ্যে বাকি থাকা ৬টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে সানরাইজার্সের কাছে আজ আরসিবিকে হারতে হবে। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে জিততেই হবে আরসিবিকে। দ্বিতীয় ম্যাচের ফলাফল কোন কাজে আসবে না। কারন দিল্লি এরই মধ্যে বিদায় এবং চেন্নাই প্লে-অফ নিশ্চিত করেছে।রাজস্থান বনাম আরসিবি ম্যাচে পাঞ্জাবকে প্রার্থনা করতে হবে যেন আরসিবি জিতে। এই ম্যাচটি আরসিবির জন্য নিয়ম রক্ষার হয়ে যাবে যদি আর চেন্নাইর বিপক্ষে হারে। অন্যদিকে আজ জিতলে এবং রাজস্থানের বিপক্ষে জিতলে সম্ভাবনা তৈরি হবে তাদেরও। তবে পাঞ্জাব চাইবে যেন আজ হারে এবং রাজস্থানের বিপক্ষে জিতে।চতুর্থ ম্যাচে কলকাতা যেন সানরাইজার্সের কাছে হারে সেই প্রার্থনা করতে হবে পাঞ্জাবকে। যদি কলকাতা জিতে তাহলে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। তখন শুধু মাত্র একটি জায়গাই খালি থাকবে।পঞ্চম ম্যাচে দিল্লির কাছে যেন মুম্বাই হারে সেই প্রার্থনা করতে হবে পাঞ্জাবকে। তবে শুধু পাঞ্জাব নয়, রাজস্থানও একই দোয়া করবে। কলকাতা যদি চতুর্থ ম্যাচে সানরাইজার্সের কাছে হেরে যায় তাহলে তারাও একই দোয়া করবে।শেষ ম্যাচে চেন্নাইর বিপক্ষে জিততে হবে পাঞ্জাবকে। যদি আগের সমীকরন গুলো মিলে যায়। নাহলে জিতেও কোন লাভ নাও হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন