আইপিএলের একাদশতম আসর থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায়ের পথে প্রীতি জিনতার কিংস ইলিভেন পাঞ্জাব। গতরাতে মহাগুরুত্বপূর্ন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৩ রানে হারে তারা। আর এই হারেই বিদায়ের পর আরো নিকটে আসে তাদের। আর জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই।
এদিন প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পক্ষে পোলার্ড মাত্র ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ক্রুনাল পান্ডে ২৩ বলে ৩২, ইশান কিষান ১২ বলে ২০ ও সুর্যকুমার যাদব ১৫ বলে করেন ২৭ রান।পাঞ্জাবের আন্দ্রে টাই ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট।জবাবে ৩৪ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে গেইল বিদায় নিলেও লুকেশ রাহুল ও অ্যারন ফিঞ্চের ব্যাটিংয়ে জয়ের পথেই থাকে পাঞ্জাব। দুজনে মিলেন গড়েন ১১১ রানের বিশাল জুটি গড়েন।
তবে দলীয় ১৪৫ রানের মাথায় ৩৫ বলে ৪৬ রান করে ফিঞ্চ বিদায় নিলেই দু:সময় শুরু হয় পাঞ্জাবের। ফিঞ্চ যখন বিদায় নেন তখন পাঞ্জাবের প্রয়োজন ২৩ বলে ৪১ রান। এরপর স্টোইনিস ১ রান করে বিদায় নিলে রাহুলের সাথে যোগ দেন অক্ষর প্যাটেল। পাঞ্জাবের ভরসা তখন রাহুল। কিন্তু ৬০ বলে ৯৪ রান করে ছক্কা মারতে গিয়ে রাহুল আউট হওয়ার সাথে সাথেই যেন শেষ আশা টুকুও শেষ হয়ে যায় পাঞ্জাবের।শেষ ওভারে তাদের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। ম্যাকক্লেনগানের সেই ওভারের দুটি বল নষ্ট করেন যুবরাজ সিং। প্রথম বলে অক্ষর এক রান নিয়ে দেয়ার পর দ্বিতীয় বলে কোন রান নিতে পারেনি যুবরাজ। তৃতীয় বলে আউটই হয়ে যান তিনি। চতুর্থ বলে অক্ষর মারেন ছক্কা। পঞ্চম বলে এক রান নেন তিনি। আর ৬ষ্ঠ বলে মনোজ তিওয়ারী ৪ মারলে ৩ রানের আক্ষেপে পুড়তে হয় পাঞ্জাবকে।মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বোমরাহ।এই হারে যদিও কাগজে কলমে এখনো আশা আছে পাঞ্জাবের। কিন্তু হিসাব করে তো ক্রিকেট হয় না। তারউপর বাকি সব ম্যাচের ফলাফল আসতে হবে তাদের অনুকূলে। সেটা কি আদৌ সম্ভব?
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন