ঘূর্ণিঝড় হারিকেনে ক্ষতিগ্রস্ত হওয়া স্টেডিয়াম সারানোর জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এ মাসের ৩১ তারিখ লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা একটি চ্যারিটি টি-২০ ম্যাচে আইসিসি বিশ্ব একাদশে জায়গা পেলেন নেপালের তরুণ স্পিনার সন্দীপ লামিছানি।
১৭ বছর বয়সী এই ক্রিকেটার এখন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল-এ খেলছেন। তাকে সাহায্য করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন মাইকেল ক্লার্ক। ইতোমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাড়া ফেলেছেন সন্দীপ। এবার তিনি বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন।
তবে অনুষ্ঠিতব্য এ টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসান এবং তামিম ইকবালের। তামিমের খেলা এখন পর্যন্ত নিশ্চিত হলেও সাকিব ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করেছেন। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন