বাঙালীর সাথে আরামপ্রিয়তা শব্দের বেশ মিল। বাঙালী পরিশ্রম করতে জানে তবে প্রয়োজন হলে আর বাকি সময় বিশ্রামকেই পছন্দ করেন। বাঙালীদের ক্রিকেট প্রেম ও আরাম প্রিয়তা নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
সৌরভের মতে, বাঙালীর ক্রিকেট খেলা নয় দেখতে বেশি ভালোবাসে।
এক অনুষ্ঠানে ক্রিকেট প্রেম নিয়ে বলতে গিয়ে সৌরভ আরো বলেন, খেলার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, কিন্তু আরাম প্রিয় বাঙালির পরিশ্রমের মানসিকতা নেই। তারা ক্রিকেট খেলার চেয়ে দেখতেই বেশি ভালোবাসে।
বাঙালি ক্রিকেট না খেললেও ক্রিকেটে তাদের আসক্তি আছে। খেলার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ জোগাতে তাদের কোনো ঘাটতি নেই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন