জমে উঠেছে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ। এরই মধ্যে আইপিএলের ৪৯টি ম্যাচ শেষ হয়েছে। আর আইপিএলের ৮টি দলের মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। আর বাকি দুই আসনের জন্য লড়ে যাচ্ছে ৫টি দল। কারণ প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে দিল্লি ডেয়ারডেভিলস।রবিন-রাউন্ডের আর মাত্র ৭ ম্যাচ বাকি। আর ম্যাচগুলোর মাধ্যমেই বুঝা যাবে প্লে-অফে কোন দুই দল জায়গা পাবে। এ নজরে দেখে নিন ৫ দলের অবস্থান-কলকাতা নাইট রাইডার্স : ম্যাচ : ১৩, জয় : ৭, হার : ৬, পয়েন্ট : ১৪, নেট রানরেট : -০.০৯৬
প্লে-অফের দৌড়ে এগিয়ে আছে তারা। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দলটির সামনে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে শেষ চার অনেকটাই নিশ্চিত হবে তাদের। তবে যদি হেরে যায় তাহলে রাজস্থান ও পাঞ্জাবের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।রাজস্থান রয়্যালস : ম্যাচ : ১৩, জয় : ৬, হার : ৭, পয়েন্ট : ১২, নেট রানরেট : -০.৩৯৯
পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দলটির আর একটি ম্যাচ বাকি। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি জিততে পারলে প্লে-অফে খেলার সম্ভাবনা থাকবে তাদের। তবে হেরে গেলে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। এক্ষেত্রে মুম্বাই তাদের বাকি দুই ম্যাচ হেরে গেলে প্লে-অফ খেলার সম্ভাবনা থাকবে আজিঙ্কা রাহানেদের।
কিংস ইলেভেন পাঞ্জাব : ম্যাচ : ১২, জয় : ৬, হার : ৬, পয়েন্ট : ১২, নেট রানরেট : -০.৫১৮
পাঞ্জাবের সামনে রয়েছে দুইটি ম্যাচ। বাকি দুই ম্যাচে যদি তারা বড় ব্যবধানে জিততে পারে তাহলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে দলটির। তবে যদি একটি ম্যাচ হারে তাহলে বেশ ঝামেলায় পরবে তারা। প্লে-অফে উঠতে হলে রাজস্থান ও মুম্বাইকে তাদের ম্যাচগুলোতে হারতে হবে।মুম্বাই ইন্ডিয়ান্স : ম্যাচ : ১২, জয় : ৫, হার : ৭, পয়েন্ট : ১০, নেট রানরেট : +০.৪০৫
অন্যান্য দলের তুলনায় নেট রানরেটে এগিয়ে আছে মুম্বাই। তাদের সামনে রয়েছে আরো দুইটি ম্যাচ। বাকি দুই ম্যাচে জিততে পারলে প্লে-অফ নিশ্চিত করতে পারবে তারা। একই সঙ্গে রাজস্থান ও পাঞ্জাব নিজেদের সর্বশেষ ম্যাচে হারলেই কেবল শীর্ষ চারে ওঠার স্বপ্ন দেখতে পারবে মুম্বাই।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙালুরু : ম্যাচ : ১২, জয় : ৫, হার : ৭, পয়েন্ট : ১০, নেট রানরেট : +০.২১৮
তাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। বাকি দুই ম্যাচ তো জিততে হবেই পাশাপাশি বড় ব্যবধানে তাদের জিততে হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচের দিকে। এই ম্যাচটিতে মুম্বাই হারলে এবং বাকি ম্যাচে যদি দুই দলেই হারে তাহলেই প্লে-অফে উঠার সুযোগ থাকবে ব্যাঙ্গালুরুর সামনে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন