এরই মধ্যে শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট। যদিও পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় আয়ারল্যান্ড। তবে লড়াই করেই পাকিস্তানের কাছে হেরেছে তারা। তবে হারলেও পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের কাছে প্রশংসা পেয়েছেন আইরিশরা।
তিনি বলেন, ‘আমরা জানতাম ওরা সর্বস্ব দিয়েই আক্রমণ করবে। ১৩০ রানে অল আউট হওয়ার পর তারা যেভাবে ফিরে এসেছে ও খেলেছে, যেভাবে বল করেছে, যেভাবে ব্যাট করেছে, আয়ারল্যান্ডের সাথে খেলা সহজ ছিল না।’
আগামী সপ্তাহেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর আয়ারল্যান্ডের বিপক্ষে এই জয় তাদের আত্মবিশ্বাস জোগাবে বলেও জানিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলায় আয়ারল্যান্ডকে অভিনন্দন। এরপর আরও টেস্ট ম্যাচ আসবে। এই টেস্ট ম্যাচটি আমাদের অন্য ম্যাচের জন্য প্রস্তুত করবে। ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এমন জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন