শিরোনাম

প্রচ্ছদ /   আমি খুব খুশি, দেশের মানুষও শুনে খুশি হবেন বিষয়টি শোনার পর।

আমি খুব খুশি, দেশের মানুষও শুনে খুশি হবেন বিষয়টি শোনার পর।

Avatar

বুধবার, মে ১৬, ২০১৮

প্রিন্ট করুন

টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেয়ার জন্য সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রস্তাব পাওয়ার পর রফিক জানিয়েছেন, অনেকদিন ধরেই এমন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন তিনি। তবে বাংলাদেশ জাতীয় দল নয়, হাই পারফর্মেন্স ইউনিট বা বয়স ভিত্তিক দলের দায়িত্ব দেয়া হবে তাকে।

জানা গিয়েছে, খুব শীঘ্রই তার সঙ্গে চুক্তি করবে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের জন্য রফিক নিজেকে উজাড় করে দিতে চান। একাত্তর টেলিভিশনকে তিনি জানিয়েছেন,আমি আরও আগেই আশা করেছিলাম এমন ধরণের প্রস্তাবের। তারপরও উপর ওয়ালার ইচ্ছা ছিল হয়তো এই সময়ে আমাকে এই সুযোগটা দেয়ার। আমি খুব খুশি, দেশের মানুষও শুনে খুশি হবেন বিষয়টি শোনার পর।

এদিকে রফিক আরও মনে করেন, বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিবে এমন কোন স্পিনার নেই। তাই নতুনদেরকে তিনি গড়ে তুলতে চান সেবাবেই। তিনি আরও বলেন,বাংলাদেশে কোন ভালো স্পিনার আমি খুঁজে পাচ্ছিনা। বোর্ড ভালো সিদ্ধান্ত নিয়েছে আমাকে দায়িত্ব দেয়ার। আমি ওদের নিয়ে কাজ করবো।দেশ আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু দেশকে আমার অনেক কিছু দেয়া বাকি। আমি আশা করছি একাডেমিতে বা যেখানে আমাকে দায়িত্ব দেয়া হোক সেখানেই আমি সাফল্য অর্জন করতে পারবো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন