শিরোনাম

প্রচ্ছদ /   এক পরিবর্তন নিয়ে শক্তিশালী পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই

এক পরিবর্তন নিয়ে শক্তিশালী পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই

Avatar

বুধবার, মে ১৬, ২০১৮

প্রিন্ট করুন

পাঞ্জাবের বিপক্ষে আজ বাঁচা মরার লড়াইতে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে জয়ের বিকল্প নেই। হারলেই নিশ্চিত বিাদ পড়তে হবে টুর্নামেন্ট থেকে। আবার আজ ম্যাচে জয় শুধূ মাত্র প্লে অফে খেলার সম্ভাবান জিইয়ে রাখতে তাদের। প্লে অফ খেলার জন্য শেষ ম্যাচে দিল্লির বিপক্ষে জয় ছাড়াও তাকিয়ে থাকতে হয়ে অন্য দল গুলোর পারফরম্যান্সের দিকে।

টানা তিন ম্যাচ জিতে প্লে অফ খেলার সম্ভাবনা তৈরি করেছিল মুম্বাই। কিন্তু শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে হার সমীকরণটা জটিল করে দিয়েছে মুম্বাইয়ের।শেষ ম্যাচে বোলিংয়ে বেশ ভুগিয়েছিল মুম্বাইকে। মিচেল ম্যাকক্লেনাঘান ও হার্ডিক পান্ডে ছাড়া সকলেই খরুচে ছিলেন। অন্যদিকে ব্যাটিংয়েও ইভিনি লুইস ও সূর্যকুমার যাদব ছাড়া কেউই রান পাননি। তাই মুম্বাই একাদশে আজ একটি পরিবর্তন দেখা যেতে পারে।বাঁ- হাতি ব্যাটসম্যানস জেপি ডুমিনির জায়গায় আবার পোলার্ড কে দেখা যেতে পারে।

অন্যদিকে ক্রিস গেইল ও কে এল রাহুলের ওপর নির্ভর করেই বেশির ভাগ ম্যাচ জিতেছে পাঞ্জাব। গেলের থেকেও বেশি বিধ্বংসী দেখিয়েছে রাহুলকে। ১২ ম্যাচে তাঁর রান ৫৫৮। আজ পাঞ্জাব দলে ফিরতে পারের আফগান স্পিনার মুজিব জাদরান।পাঞ্জাবের হয়ে শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ইনজুরিতে মাঠে নামতে পারেননি।তবে আজ তাকে একাদশে দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশমুম্বাই ইন্ডিয়ানস: ইভিনি লুইস, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডে, ক্রনাল পান্ডে, বেন কাটিং, জেপি ডুমিনি / কাইরন পোলার্ড, মিচেল ম্যাকক্লেনাঘান, জসপিত বুমরা, মায়াঙ্ক মার্কণ্ডে।কিংস ইলেভেন পাঞ্জাব: কে এল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টোনিস / মুজিব উর রহমান, আশরাফ প্যাটেল, রাহমান অশ্বিন (অধিনায়ক), এন্ড্রু টাই, মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন