শিরোনাম

প্রচ্ছদ /   আইরিশদের প্রশংসায় পাকিস্তান অধিনায়ক

আইরিশদের প্রশংসায় পাকিস্তান অধিনায়ক

Avatar

বুধবার, মে ১৬, ২০১৮

প্রিন্ট করুন

পাকিস্তানের বিপক্ষে সাদা জার্সিতে নিজেদের প্রথম টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। তবে প্রথম বার টেস্টে পাকিস্তানের মত দেশের সাথে খেলে সহজে ম্যাচ ছাড়েনি আইরিশরা। নতুন বলে জমজমাট লড়াই করেই অবশেষে হারের মুখ দেখতে হলো তাদের।আইরিশদের এমন পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তান অধিনায়ক সরফরাজ। তাইতো নতুন দের প্রশংসায় ভাসাতে ভুল করেন নি তিনি। আইরিশদের নিয়ে সরফরাজ বলেন,‘নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলায় আয়ারল্যান্ডকে অভিনন্দন।’

আয়ারল্যান্ডদের পাশাপাশি নিজের দল নিয়ে সরফরাজ বলেন,‘১৪ রানে মধ্যে যখন ৩টি উইকেট পড়ে যায়, আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে দলের তরুণ দুই ব্যাটসম্যান ইমাম-উল-হক আর বাবর আজম যেভাবে খেলেছে, আসলেই দারুণ। তারা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে, খেলেছে বেশ আত্মবিশ্বাস নিয়ে। তাদের এই খেলাটা দলের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। আগামী ম্যাচগুলোতে এটা আমাদের সাহায্য করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন