শিরোনাম

প্রচ্ছদ /   হারের হ্যাটট্রিকে ব্যাটিং ট্রিটমেন্ট খুঁজছেন অশ্বিন

হারের হ্যাটট্রিকে ব্যাটিং ট্রিটমেন্ট খুঁজছেন অশ্বিন

Avatar

বুধবার, মে ১৬, ২০১৮

প্রিন্ট করুন

কয়েক ম্যাচ আগেই কেন উইলিয়ামসন এবং ধোনির দলের পরেই পয়েন্ট টেবলে জায়গা ছিল অশ্বিনব্রিগেডের৷ কিন্তু পরপর ম্যাচ হেরে আইপিএল পয়েন্ট টেবলে পাঁচে নেমে এসেছে প্রীতি জিন্টার দল৷ টানা হারে বিরক্ত পঞ্জাব অধিনায়ক হারের জন্য দলের ব্যাটিংব্রিগেডকেই দুষছেন৷

অশ্বিনদের টানা হারের শুরু হয়েছিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ রয়্যালসের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচেও ১৫ রানে হারে কিংসরা৷ রাহানেব্রিগেডের ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৩ রানে শেষ হয় অশ্বিনের দল৷ পরের ম্যাচে ইন্দোরে নাইটদের ২৪৫ রানের পাহাড়ও টপকাতে সক্ষম হয়নি পঞ্জাব৷সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৫.১ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় পঞ্জাব৷১০ উইকেটে ম্যাচ পকেটে পোরে বিরাটরা৷তিনটি হারের ফলে প্লে-অফের লড়াইও কঠিন হয়েছে অশ্বিনদের জন্য৷

নিজেদের পারফর্মেন্স নিয়ে অখুশি পঞ্জাব অধিনায়ক জানান, ‘আমাদের ব্যাংটিয়ে সমস্যা রয়েছে৷ আমাদের হাতে এখনো দুটো ম্যাচ রয়েছে৷ চেষ্টা করব যাতে ১৪ কিংবা ১৬ পয়েন্টে পৌঁছতে পারি৷’ পঞ্জাব অধিনায়কের বিরক্তির কারণ ব্যাটিং হলেও আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের (অরেঞ্জ ক্যাপের) দৌড়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন কিংসের ফর্মে থাকা কেএল রাহুল৷ ১২ ম্যাচে রাহুলের মোট রান ৫৫৮ ৷

আগে রয়েছেন একমাত্র ঋষভ পন্ত৷ একই সংখ্যায় ম্যাচ খেলে পন্তের সংগ্রহ ৫৮২ রান৷ আইপিএলের অন্যতম ভয়ঙ্কর ক্যারিবিয়ান বাঁ-হাতি ওপেনার ক্রিস গেইলেও রয়েছেন কিংসের ব্যাটিং স্কোয়াডে৷ যদিও ধারাবাহিক নন ‘ইউনির্ভাসাল বস’৷

কাকতালীয় হলেও যুবরাজ সিংকে দলের বাইরে রাখার পর থেকেই পঞ্জাবের খারাপ সময় শুরু হয়েছে৷ ৪ মে মুম্বই ম্যাচের পরই প্রীতি জিন্টার দলে জায়গা হয়নি যুবরাজের৷ পরের ম্যাচে রাজস্থানের সঙ্গে জিতলেও রয়্যালসদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ থেকেই পঞ্জাবের টানা হারের শুরু হয়৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলও শুরু হয়েছে৷ সব মিলিয়ে বুধবারের মুম্বই ম্যাচের আগে খানিকটা চাপেই থাকছেন পঞ্জাব অধিনায়ক৷

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন