শিরোনাম

প্রচ্ছদ /   বাতিল বিপিএল! আইপিএল-এর মাঝেই দুঃসংবাদ পেল টাইগার ভক্তরা

বাতিল বিপিএল! আইপিএল-এর মাঝেই দুঃসংবাদ পেল টাইগার ভক্তরা

Avatar

বুধবার, মে ১৬, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএল-এর সময়েই খারাপ খবর! ভারতে আইপিএল যখন পুরোদমে। চলতি বছরে হয়তো না-ও হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এমনটাই বাংলাদেশের সংবাদমাধ্যমের সূত্রের খবর।প্রথমসারির এক বাংলাদেশি সংবাদপত্রের খবর অনুযায়ী, বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই বলেছিলেন, অক্টোবর মাসে বিপিএল শুরু হবে। সম্ভাব্য সূচি ধরা হয়েছিল ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য নাকি বড়সড় রদবদলের সম্ভবনা বিপিএল-এর সূচিতে।

বিপিএল বাংলাদেশের জনপ্রিয়তম ক্রিকেট লিগ। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তার বন্দোবস্থ করতে হয় স্থানীয় প্রশাসনকে। কিন্তু নির্বাচনের সময় নিরাপত্তার আয়োজন করা সম্ভব হবে না। এমনটাই সূত্রের খবর। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক মঙ্গলবার বাংলাদেশের প্রচার মাধ্যম ‘প্রথম আলো’কে বলেন, ‘‘নির্বাচনের আগে আগে সাতটা দলকে নিরাপত্তা দেওয়া, তিনটা ভেন্যুতে খেলা চালানো খুবই কঠিন।

প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা যদি না পাই, তবে টুর্নামেন্টটা নির্বাচনের পরেই করতে হবে। সেটি হলে জানুয়ারির দিকে আয়োজন করা হতে পারে।’’ সেই সমীকরণ মানলে, জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর হলে আগামী বছর অক্টোবর–নভেম্বরে হবে এর পরবর্তী সংস্করণ। এর অর্থ পরের বছরে জোড়া বিপিএল!

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন