শিরোনাম

প্রচ্ছদ /   বন্ধুত্বের সম্পর্কে কোনও পার্থক্য আনেননি গেইল

বন্ধুত্বের সম্পর্কে কোনও পার্থক্য আনেননি গেইল

Avatar

বুধবার, মে ১৬, ২০১৮

প্রিন্ট করুন

বাইশ গজে আজ তারা প্রতিপক্ষ। কিন্তু আজও গেইলের তিনি খুব কাছের মিত্র ৷ তিনি যজুবেন্দ্র চাহাল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আরও একবার নিজেদের পুরানো স্মৃতি উস্কে দিলেন ভারতের উঠতি এই স্পিনার ৷

এই মুহূর্তে আরসিবির হয়ে খেলছেন চাহাল আর গেইলকে ধরে রাখেনি তারা ৷ তাই আজ তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার তিনি৷ গত সোমবার এই দুই বন্ধু একে অপরের বিরুদ্ধে ক্রিকেটও খেলেছেন ৷ কিংস ইলেভেন ৮৮ রানে অলআউট হয়ে যায় ৷ অন্যদিকে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি ৷

এদিন ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছিলেন তখন বিরাট কোহলিকে আলিঙ্গনও করেন গেইল ৷ ধরা পড়ছিল উষ্ণতার টুকরো ছবি ৷ সেটাই আরও একবার পরিষ্কার হয়ে গেল যখন চাহাল তাদের দু‘জনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷

এর নিচে তিনি যখন পারফেক্ট ক্যাপশন চান তখন তাতে গেইল কমেন্ট করেন ‘হি মিস মি’ ৷ অর্থাৎ ও আমাকে মিস করে ৷ এর উত্তরে আবার চাহাল লেখেন, ‘হ্যাঁ আমি করি’ ৷ আসলে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কে কোনও পার্থক্য আনেননি গেইল। আর সেটাই প্রমাণ করল এই ছবি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন