কলকাতার ইডেন গার্ডেনে আগে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ১৪২ রান তুলতে অলআউট হয়ে যায় রাজস্থান রয়েলস। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের ১২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক কলকাতা। দলের জয়ে ব্যাট হাতে ৪৫ ও ৪১* রান করে করেন ওপেনার ক্রিস লিন ও অধিনায়ক দিনেশ কার্তিক।গতকাল মঙ্গলবার রাজস্থান রয়েলসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের চলমান ১১তম আসরের প্লে অফে টিকে রইল শাহরুখ খানের দলটি।
আগে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের সঙ্গে ওপেনিংয়ে তাণ্ডব শুরু করেন রাহুল ত্রিপাথি।দলের গুরুত্বপূর্ণ খেলায় ৪.৫ ওভারে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাটলার-ত্রিপাথি। ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ২৭ বছর বয়সি ক্রিকেটার ত্রিপাথি।
নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের শর্ট বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার দিনেশ কার্তিকের হাতে ক্যাচ তুলে দেন ত্রিপাথি। সাজঘরে ফেরার আগে এ অলরাউন্ডার ১৫ বলে চার বাউন্ডারি এবং এক ছক্কায় ২৭ রান করেন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন