আসন্ন রাশিয়া ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর সময় নেই বললেই চলে।জমকালো এই আসরের আমেজ লেগেছে বাংলাদেশেও।যদিও বাংলাদেশ না খেললেও সাপোর্টের কোন অভাব থাকে না।বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যে দল দুটির সাপোর্ট সব থেকে বেশি করে সেটি হলো আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই রকমই একজন ব্রাজিলের সাপোর্টার হলেন টাইগার দলের পেস বোলার রুবেল হোসেন।তাই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে নেইমারের একটি ছবি শেয়ার করে লিখেছেন , আমি ব্রাজিল এর সাপোর্টার।আপনারা কে কোন দলের সাপোর্ট করছেন নিচে কমেন্ট করে জানান?
রুবেলের এই ছবি পোস্ট দেওয়ার পরেই।রুবেলের ভক্তরাও যেন দুই ভাগ হয়ে গেছে। নানা মজার মজার কমেন্ট করছেন তারা।
সেখান থেকে কিছু কমেন্ট তুলে ধরা হলো।
Md Habibur Rahman Hasanলিখেছেন,বন্ধু রুবেল আমি আর্জেন্টিনা সাপোর্টারস তুমি এটা কি করলে হুম আমার বন্ধু হয়ে ব্রাজিল করছো।
Ashik Iqbul নামে একজন লিখেছেন, কে কোন টিমকে সাপোর্ট করবে সেটা আপনার জেনে কি লাভ ভাই । আপনি কি আদৌ মনে রাখতে পারবেন আপনার কোন ভক্ত কোন টিমকে সাপোর্ট করছে!!
Md Morshad নামে একজন লিখেছেন, ভাই, আপনি ব্রাজিল সাপোর্ট করবেন এটা কিছুতেই আশা করি নাই। আপনার সাথে আর্জেন্টিনা নামটা খুব ভালো যায়।
Be kash নামে একজন কমেন্টে লিখেছেন, ভাই আপনি আপনার খেলার দিকে খেয়াল রাখেন কিভাবে উন্নতি করা যায় ,আউলা শাউলা টিম ব্রাজিল নিয়ে পড়ে থাকবেন না।
Duronto Delowar নামে একজন লিখেছেন, ধন্যবাদ রুবেল ভাই আমি ব্রাজিল সাপোর্টার এবার রাশিয়া বিশ্বকাপ ব্রাজিল নিবে রাশিয়া তুমি রেডি থাকো। খেলা হপ্পে এবার খেলা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন