পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিকভাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাল পঞ্চম ম্যাচও ছয় উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে রুমানা-জাহানারাররা। তবে কাল হারলেও বেশ প্রতিরোধ গড়তে পেরেছে বাংলাদেশি মেয়েরা। আর তার বড় কারণ ব্যাট হাতে অধিনায়ক রুমানা আহমেদের দারুণ প্রতিরোধ।
দলীয় ২০ রানের মাথায় দুই উইকেট পতন হওয়ার পর উইকেটে যান রুমানা। তারপর উইকেটরক্ষক শামিমা সুলতানার সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তোলের রুমানা। শামিমা ৯১ বলে ৫৩ করেছেন। রুমানা একপ্রান্ত আগলে রেখে ৭৪ রান করেছেন। মজার ব্যাপার হলো কাল বাংলাদেশের পক্ষে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন আর মাত্র একজন, নিগার সুলতানা (১২)!রুমানার ইনিংসটি সাতটি চারে সাজানো। যতোক্ষণ ক্রিজে ছিলেন বেশ দাপটই দেখিয়েছে রুমানার ব্যাট। রুমানার ব্যাট নাকি তামিম ইকবালের ব্যাট?
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ভালো ব্যাটের সঙ্কটে পড়েছিলেন রুমানা। পরে তামিমের স্বরণাপন্ন হন। সব শুনে তামিম নিজের প্রিয় ব্যাটটাই দিয়ে দেন রুমানাকে। আগামী উইন্ডিজ সিরিজে খেলার জন্য একটা ব্যাট বেছে রেখেছিলেন তামিম। কিন্তু রুমানার ব্যাট সঙ্কটের কথা শুনে সেই ব্যাট দিয়ে দেন দেশ সেরা ওপেনার। কাল হয়তো তামিমের ওই ব্যাটটা দিয়েই ৭৪ রানের ঝকঝকে এক ইনিংস খেললেন রুমানা। সেই ব্যাট দিয়ে পুরো দক্ষিণ আফ্রিকায় সিরিজই খেলার কথা রুমানার।
তবে রুমানার ঝকঝকে ইনিংসটা দলকে শুধু সম্মানজনক হারই এনে দিতে পেরেছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জবাব দিতে নেমে ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৯ রান তুলে ফেলে। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন খাদিজাতুল কুবরা। এই হারে পাঁচ ম্যাচের সিরিজটা ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশি নারী ক্রিকেট দল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন