কলকাতাকে হারাতে রাজস্থানের একাদশে দুই পরিবর্তন । চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মঙ্গলবার (১৫ মে) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন পার্কে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয়েছে রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করতেছে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।চলতি আইপিএলে ১২টি ম্যাচ খেলেছে কলকাতা-রাজস্থান। ১২ ম্যাচে ৬টিতে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় পজিশনে রয়েছে কলকাতা।
রাজস্থান =১৪২/১০ ওভার =১৯ । জস বাটলার=৩৯(আউট) , রাহুল ত্রিপাঠি= ২৭(আউট) ,অজিঙ্কা রাহানে=১১(আউট) , সঞ্জু স্যামসন=১২(আউট) , বেন স্টোকস=১১(আউট) ,স্টুয়ার্ট বিনি= ১(আউট) , গৌতম= ৩(আউট) ,জয়দেব উনাদকাত=২৬(আউট) , ইশ সোদি= ১(আউট) , জোফ্রা আর্চার= ৬(আউট) ,অনুরিত সিং=৩ ।
অন্যদিকে চতুর্থ পজিশনে রয়েছে রাজস্থান। টানা দুই ম্যাচে জয় পেলে আইপিএলের শেষ চারে উঠতে পারবে তারা। তাই আজকের ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ন। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক।
কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, নিতিন রানা, শুভম্যান গিল, জাভন সিয়ারলেস, প্রসিধ কৃষ্ণ, শিবম মভি, কুলদীপ যাদব।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, অজিঙ্কা রাহানে, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার , কৃষ্ণপ্পা গৌতম, জয়দেব উনাদকাত, ইশ সোদি, অনুরিত সিং।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন