শিরোনাম

প্রচ্ছদ /   ‘রশিদ-মুজিব ছাড়াও ভালো স্পিনার আছে আফগানিস্তানে’

‘রশিদ-মুজিব ছাড়াও ভালো স্পিনার আছে আফগানিস্তানে’

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে কয়েক যাবত ধরে খেললেও গত বছর ১২তম টেস্ট দল হিসেবে আন্তর্জাতিক টেস্টে নাম লেখিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। আগামী জুন মাসের ১৪ তারিখ ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলবে আফগানিস্তান। আর সেই টেস্ট নিয়ে অনেক আশাবাদী দলটির অধিনায়ক আজগার স্ট্যানিকজাই।

একই সঙ্গে এই ঐতিহাসিক টেস্ট জেতার মাধ্যমে দেশের মানুষকে কিছুটা হলেও আনন্দিত করতে পারবেন বলেও মনে করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন। আমরা খুবই দুঃখ পাই যখন আমাদের দেশের কথা ভাবি। কিন্তু আমরা আশা হারাই নি। আমরা ম্যাচটি জেতার মাধ্যমে দেশবাসীকে খুশী করতে চাই। এই টেস্ট জিততে পারলে আফগানবাসীরা মনের শক্তি বৃদ্ধি পাবে। আমরা তাদের দুঃখকে আনন্দে পরিণত করতে চাই।’

অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে থাকা রাশিদ খান ও মুজিবুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘রশিদ ও মুজিব সত্যি খুব ভালো পারফর্ম করছে। আমাদের জন্য এটা গর্বের। তবে আফগানিস্তানে আরো ভালো স্পিনার আছে। কায়েস আহমেদ ও আরো স্পিনার আছে যারা রশিদের চেয়েও ভালো করবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন