উপমহাদেশের টেস্ট দলগুলোর পেস বোলিংয়ের বিপক্ষে কিছুটা দুর্বলতা সবসময় ছিল। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে উপমহাদেশের ব্যাটসম্যানরা খুব সাছন্দে পেস বোলারদের বিপক্ষে খেলে থাকে। এক্ষেত্রে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলেরও।
উপমহাদেশের টেস্ট খেলুড়ে দল ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে পেস বোলারদের বিপক্ষে রান তুলে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার মধ্যে গত দুই বছর ধরে পেস বোলিংয়ের বিপক্ষে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি রান পেয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর এ তালিকায় ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পিছনে ফেলেছে বাংলাদেশ।
২০১৬ সাল থেকে পেস বোলারদের বিপক্ষে তামিম-সাকিব-মুশফিকরা গড়ে ২০ রান করে নিয়েছে। এমনকি বাংলাদেশ দলের সিনিয়ররা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবছর যাবত খেলতে থাকায় এ সাফল্য অর্জন করতে পেরেছে।
এ তালিকায় বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা। পেস বোলারদের বিপক্ষে লঙ্কান ব্যাটসম্যানরা গড়ে ১৫ রান তুলতে পেরেছে। তবে ১৫ গড়ের উপরে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের ব্যাটসম্যানরা। তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
এরপর রয়েছে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড দল। তবে সবার নিচে অবস্থান করছে পাকিস্তান। পেস বোলিংয়ের বিপক্ষে ১৩ রানের কাছাকাছি তুলতে পেরেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন