শিরোনাম

প্রচ্ছদ /   রশিদ খানকে মোকাবেলা করতে যার সাহায্য নিচ্ছেন মুশফিক

রশিদ খানকে মোকাবেলা করতে যার সাহায্য নিচ্ছেন মুশফিক

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী জুন মাসের ৩,৫ এবং ৭ তারিখে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। দেরাদুনের রাজীব গান্ধি আর্ন্তজাতিক স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। আর আসন্ন এই সিরিজ বাংলাদেশের জন্যও কঠিন হবে।

অচেনা একটি ভেন্যু, তার উপর আফগানদের দুই স্পিন অস্ত্র রশিদ খান ও মুজিব উর রহমান। এসব কিছুই যেন ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। তবে লেগ স্পিনার রশিদ খানের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন মুশফিক। লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের বল নিয়মিত খেলে যাচ্ছেন মুশফিক। আর তাতে তিনি বেশ উপকৃত হচ্ছেন বলেও জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লিখন আগের চেয়ে অনেক ভালো বোলিং করছে এবং শেষ তিন-চারদিন ওকে খেলেছি। আমার কাছে মনে হয় ও প্রমাণিত একজন খেলোয়াড়। রশিদ খানের সঙ্গে মিল হলো ও অনেক জোরের উপরে বল করে। যেটা কিনা রশিদ খানও করে থাকে। এই অনুশীলনটা করলে অবশ্যই সাহায্য হবে।’

তিনি আরো বলেন, ‘রশিদকে তো আমরা অনেকেই বিপিএলে খেলেছি। কুমিল্লায় স্পেশালি যারা খেলেছে ইমরুল, তামিম… আমরা ওদের সঙ্গে কথা বলছি। চেষ্টা করছি যতটুকু তথ্য পাওয়া যায়। এটা টি-টুয়েন্টি সংস্করণ, যে বোলারই হোক আমাদের অবশ্যই স্কোরের জন্য খেলতে হবে। আমার মনে হয় আমাদের যথেষ্ট মানসম্পন্ন ব্যাটসম্যান আছে। এরকম তিন-চারজন বোলারকে খেলার মতো সামর্থ্য আছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন