আইপিএলে শেষ চারে উত্তীর্ণ হওয়ার রেসে সমান তালে দৌড়াচ্ছে কেকেআর ও রাজস্থান রয়্যালস। চলতি আসরে দুই দলই ১২ ম্যাচে ৬টি করে জিতেছে। হিসেব মতে, তাদের হাতে রয়েছে আরো ২ টি ম্যাচ। এতে যে দল টানা দুই জয়ে ৪ পয়েন্ট তুলতে পারবে তাদের শেষ চার নিয়ে চিন্তা থাকবে না। তাই মঙ্গলবারের (১৫ মে) ম্যাচটি কেকেআর-রাজস্থানের জন্য অনেক বেশি গুরুত্বের।
কলকাতার ঐতিহ্যবাহী ইডেন পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচটিতে রাজস্থানকে অতিথিয়েতা দেবেন দীনেশ কার্তিকেরা। তুলনামূলকভাবে আজকের ম্যাচে সুবিধাভোগ করবে কেকেআর। নিজেদের মাঠে সর্বশেষ ম্যাচে হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর থাকবে দলটি। তবে তার আগে জেনে নেয়া যাজ আজকের ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশ…
সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, কিষাণ, টম ক্রুরাণ, পিযূষ চাহাল, কুলদীপ যাদব।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন