ক্রিকেট বিশ্বের ১২ তম দল হিসাবে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পর ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। এটি হবে আফগানিস্তান ক্রিকেট দলের অভিষেক টেস্ট ম্যাচ।ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে খেলা হচ্ছে না আফগানিস্তানের। তাতে তাদের দুঃখবোধ তো থাকতেই পারে। তবে কোহলি থাকছেন না বলে ভারত দল শক্তি হারাবে এমনটা মোটেও ভাবছেন না আফগান অধিনায়ক আসগার স্তানিকজাই।উল্টো বলেছেন, ভারত দলের সব খেলোয়াড়ই তার চোখে বিরাট কোহলি! তিনি আরো বলেছেন, তাদের চ্যাম্পিয়ন টিনএজার স্পিনার রশিদ খানের চেয়েও ভালো স্পিনার তাদের দেশে আছে!
বেঙালুরুতে ১৪ জুন ভারত-আফগানিস্তান টেস্ট শুরু। ওটা আফগানদের ইতিহাসের প্রথম টেস্ট। দ্বাদশ টেস্ট জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারা। কিন্তু কোহলি এই সময় থাকবেন ইংল্যান্ডে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন সারের হয়ে। সেটা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি তার।
কোহলি না থাকলেও দেশের প্রথম টেস্টে কঠিন কিছুই আফগানিস্তানের সামনে। তাদের নেতা স্তানিকজাই বলেছেন, ‘ভারতের সব খেলোয়াড়ই ভালো এবং সবাই বিরাট কোহলি (মানের দিকে)। আমার বিশ্বাস, আমরা ভারত দলেরই সাথে খেলব। বিরাট কোহলির সাথে না।’
নিজেদের দেশে যুদ্ধবিদ্ধস্ত আফগানদের খেলার উপায় নেই। ভারতই তাদের হোম এখন। ভারতেই প্রথম টেস্ট। কিন্তু এই দলটি তো টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর। সেখানে নবাগত আফগানরা কি করতে পারবে? এসব নিয়ে না ভেবে স্তানিকজাই বলেছেন, ‘ভারতের কন্ডিশন স্পিনের জন্য ভালো। ভাগ্য ভালো আমাদের চমৎকার স্পিনার আছে। ব্যাটসম্যানরাও ভালো ফর্মে। গেল তিন-চার বছরে আমাদের টিম কম্বিনেশন ভালো দাঁড়িয়েছে। আমরা ভালো ও পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করবো।’আফগানদের বড় ভরসা দুই টিনএজ স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমান। ইকোনোমিতে দারুণ। উইকেট নেন বেশি বেশি। তবে স্তানিকজাই বলছেন তাদের দেশ থেকে আরো প্রতিভা উঠে আসছে, ‘রশিদ ও মুজিব সত্যি খুব ভালো পারফর্ম করছে। আমাদের জন্য এটা গর্বের। তবে আফগানিস্তানে আরো ভালো স্পিনার আছে। কায়েস আহমেদ ও আরো স্পিনার আছে যারা রশিদের চেয়েও ভালো করবে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন