আনুশকা শর্মা যখন ছবিটা পোস্ট করেছেন তখন কোনো জবাব দেননি বিরাট কোহলি। দিলেন ম্যাচটা খেলে এবং সেটি আদর্শ জবাবই বলতে হবে। যে জবাবটা এক অর্থে আনুশকার দেওয়া প্রেরণা থেকেই এসেছে। সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বিরাটদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু নামার আগে আনুশকা একটি ছবি পোস্ট করেন। কোহলির নামের জার্সিতে পিঠের দিক থেকে দেখা যায়। আনুশকা লিখেছিলেন, ‘কাম অন বয়েজ’।
১০ উইকেটের জয়ে কিংস ইলেভেনকে উড়িয়ে দেওয়ার পরই এই পোস্টের জবাব লিখেছেন কোহলি। ‘ইয়েস মাই লাভ।’ আনুশকার পোস্টের নিচে জ্বলজ্বল করছে কোহলির লেখাটা, ‘আমরা করে দেখালাম আসলে।’ স্বামী কোহলির সব ম্যাচেই বলিউড সুপারস্টার আনুশকা মাঠে উপস্থিত থাকেন। কিন্তু এই ম্যাচে থাকতে পারেননি মাঠে। কিন্তু দলকে উৎসাহিত করার কোনো উপায় বাদ দেননি বেঙালুরু নেতার স্ত্রী।
ইন্দোরের এই ম্যাচের আগে আনুশকাকে নাকি আমেরিকায় পাড়ি জমাতে হয়েছে। সেখানে ‘জিরো’ মুভির কাজ। যে চলচ্চিত্রে আছেন শাহরুখ খান। আছেন ক্যাটরিনা কাইফও।
কিংস ইভেলেন ও রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচে রানের বন্যার আশা করা হয়েছিল। দুই দলেরই ব্যাটিং লাইন আপ শক্ত। বড় বড় সব ব্যাটসম্যান। কিন্তু এই ম্যাচেই কি না মাত্র ৮৮ রানে অল আউট হয়ে গেল ক্রিস গেইল, লোকেশ রাহুল, অ্যারন ফিঞ্চদের পাঞ্জাব।জবাবে, বিরাট কোহলি ও পার্থিব প্যাটেলের ব্যাটে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় বেঙালুরু। দাপুটে এই জয়ে আরসিবি তাদের রান রেট বাড়িয়ে নিয়েছে। এখনো তাদের প্লে অফে খেলার আশা বেঁচে আছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন