শিরোনাম

প্রচ্ছদ /   নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

Avatar

সোমবার, আগষ্ট ২৩, ২০২১

প্রিন্ট করুন

অবশেষে সুখবর দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। গত বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হবার পর তা কমার আভাস মিলেছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাত কমে আসতে পারে বলেও জানা গেছে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বলেও জানানো হয়েছে আবহাওয়ার খবরে।

সিনপটিক অবশার বিশ্লেষণ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোংলায় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া খুলনা ও কক্সবাজারে ৩০, সিলেটে ২৯, চুয়াডাঙ্গায় ২৫ এবং রাজশাহীতে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গত শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাঙামাটিতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল প্রকাশিত ভিন্ন একটি সংশোধনী বিজ্ঞপ্তিতে রবিবার আরও জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, এবং নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন