শিরোনাম

প্রচ্ছদ /   পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসছে শ্রীলঙ্কার জেনেনিন সূচী

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসছে শ্রীলঙ্কার জেনেনিন সূচী

Avatar

রবিবার, মার্চ ৭, ২০২১

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলতে সফরে যাচ্ছে এমন খবর ছিল পুরনো। তবে নতুন খবর হল বাংলাদেশ দল কবে ঢাকা ছাড়ছে এবং লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে কবে বাংলাদেশ সফরে আসছে তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ দল গত বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যাবার কথা ছিল। তবে কোয়ারেন্টিন জটিলতার কারনে শেষ পর্যন্ত সফরটি স্থগিত হয়ে গিয়েছিল। দুই বোর্ডের আলোচনা সাপেক্ষে আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে সিরিজটি।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য ঢাকায় পা রাখবে লঙ্কানরা। দেশের মাটিতে লঙ্কানরা আসার সময়ও জানিয়েছে ক্রিকেট বোর্ড। আগামী মে মাসের ২০ তারিখে শ্রীলঙ্কা দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার জন্য আসছে বাংলাদেশে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন শ্রীলঙ্কার সফরের চূড়ান্ত তারিখ জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘’দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।‘’

টেস্ট সিরিজ শেষ করার পর প্রায় ১৫ দিনের একটি গ্যাপ পাবে বাংলাদেশ দল। এরপরই শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে ওয়ানডে সিরিজ খেলার জন্য। নিজামউদ্দিন চৌধুরী সুজন আরও বলেন, ‘’আসার পরে হয়ত আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাবো।  আমরা আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সাথে শ্রীলঙ্কার হোম সিরিজ হবার কথা তিন ম্যাচের ওডিআই সিরিজ এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসবে।‘’

এশিয়া কাপ যদি শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় তাহলে সেই ফাঁকা সময়টাতে ঘরোয়া ক্রিকেটের আসর শুরু হবে বলেও জানান বিসিবি সিইও।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন