শিরোনাম

প্রচ্ছদ /   বিপদের দিনে আরো বিপদ ঝড়ে উড়ে গেল রাজধানীর করোনা হাসপাতাল

বিপদের দিনে আরো বিপদ ঝড়ে উড়ে গেল রাজধানীর করোনা হাসপাতাল

Avatar

শনিবার, মে ২, ২০২০

প্রিন্ট করুন

বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করো’না ভাই’রাস। তা সামলাতে নাজেহাল বিশ্বের মানুষ।তাবড় তাবড় বিশ্বনেতারা তাঁদের দেশের মানুষকে বাঁ’চাতে সব কিছু করে যাচ্ছেন।

ভ্যাকসিন তৈরির নে’শায় মগ্ন গবেষকরা। কিন্তু কোনও কিছুতেই যেন মা’রণ বিশ্ববাসীকে মৃ’ত্যুর হাত থেকে বাঁ’চানো যাচ্ছে না। গোটা বিশ্বের পাশাপাশি করো’নাভাই’রাসের প্রাদুর্ভাবের মধ্যেই প্রবল ঝড় ও বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে কাতারের মানুষ।

আরব নিউজ জানিয়েছে, বিধ্বংসী ঝড়ে উড়ে গিয়েছে রাজধানী দোহারে নির্মিত একটি অস্থায়ী করো’না হাসপাতাল। কাতারে এখনও পর্যন্ত ১৪ হাজার ৯৬ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃ’ত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩৬ জন। মা’রণ এই ভাই’রাসের বি’রুদ্ধে জো’র ল’ড়াই চালাচ্ছে এই দেশ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রাজধানী দোহার উত্তরে উ’ম্মে সালাল এলাকায় একটি খোলা মাঠে গত দুই সপ্তাহ আগে করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগীদের চিকিৎসায় ওই অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়।

কিন্তু হঠাত বিধ্বংসী ঝড়ে হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে গিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে, হাসপাতা’লের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর পড়েছে। অনেকে ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন। তবে কারও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন