শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলের নিলাম শেষে দেখেনিন বাংলাদেশীর অবস্থান

আইপিএলের নিলাম শেষে দেখেনিন বাংলাদেশীর অবস্থান

Avatar

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯

প্রিন্ট করুন

ভিভো আইপিএল ২০২০ আসরের নিলামে দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম। তিন নম্বর সেটে থাকা এ ক্রিকেটারকে দলে ভেড়াতে আগ্রহ হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যার ফলে অবিক্রীত থাকতে হয় তাকে।

উল্লেখ্য, ভিভো আইপিএল ২০২০ আসরের নিলামে অংশ নিচ্ছেন মোট পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকা মুস্তাফিজুর রহমানের সাথে অনভিজ্ঞ বাকি চার ক্রিকেটার হচ্ছেন-মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিলামে অংশ নিতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজের। আইপিএলের দুই আসরে খেলা বাঁহাতি এ পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি। তাছাড়া মুশফিক ও রিয়াদের ভিত্তিমূল্য ৭৫ হাজার ভারতীয় রুপি। আর সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ভারতীয় রুপি।তবে কেউ ই দল পায়নি এবারের আইপিএলে।

ছবিঃ জিম্বাবুয়ের অনুশীলনে মুস্তাফিজ

প্রসঙ্গত, ৩৩২ জন ক্রিকেটারের নিলামের তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। মোট ৭জন বিদেশি ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যর তালিকায়।

যাদের মধ্যে পাঁচজন অস্ট্রেলিয়ার ও একজন করে রয়েছেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে। এ তালিকার ক্রিকেটাররা হচ্ছেন- প্যাট কামিনস, জশ হ্যাজলউড, ক্রিস লিন, মিচেল মার্শ গ্লেন ম্যাক্সওয়েল, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন